গৃহশ্রমে নারী : নির্ধারণে মানসিক দৈন্য

সমাজ নির্ধারিত শ্রম বিভাজনের মধ্যে রান্না, ঘরকন্নার কাজ, বাসন পরিষ্কার, খাবার পরিবেশন করা এই কাজগুলো নারীর কাজ। গৃহস্থালির কাজ নারীদের, বাইরের কাজ পুরুষদের। নারীর কাজ এবং পুরুষের কাজ বলে সমাজ গণ্ডি নির্ধারণ করে দিয়েছে। এই কর্ম বিভাজনে বৈষম্যমূলক ব্যবস্থার শিকার হতে হচ্ছে নারীকে। অবশ্য এই ব্যাপারে নারীরা কতটা সচেতন সে বিষয়ে সন্দেহ জাগে।

by ​​​​​​​তামান্না | 10 May, 2022 | 992 | Tags : work of girls division of work inequality patriarchy